ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাবেক হুইপ সুজার স্ত্রীর ইন্তেকাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
সাবেক হুইপ সুজার স্ত্রীর ইন্তেকাল খোদেজা রশিদী

খুলনা: জাতীয় সংসদের সাবেক হুইপ মরহুম এস এম মোস্তফা রশিদী সুজার স্ত্রী খোদেজা রশিদী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

তিনি স্থানীয় দৈনিক পাঠকের পত্রিকার নির্বাহী সম্পাদক ও খুলনা প্রেসক্লাবের সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

খুলনা জেলা ছাত্রলীগের দফতর সম্পাদক বাধন হালদার বাংলানিউজকে জানান, প্রায় দেড় বছর ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন খোদেজা রশিদী। সম্প্রতি তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালেই চিকিৎসা নিতে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।

এর আগে, ২০১৮ সালের ২৬ জুলাই খুলনা-৪ আসনের সংসদ সদস্য থাকা অবস্থায় এস এম মোস্তফা রশিদী সুজা সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
এমআরএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।