ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

মাদারীপুরে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
মাদারীপুরে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ ছবি: বাংলানিউজ

মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

রোববার (১৬ জুন) রাত ৮ টার দিকে মাদারীপুর সদর উপজেলার পুরান বাজার এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজল কৃষ্ণ দে এবং বিদ্রোহী প্রার্থী ওবাইদুর রহমান খানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচনী সভার পাশ দিয়ে বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা মিছিল নিয়ে যাচ্ছিলেন।

এ সময় উভয় গ্রুপের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের সময় বাপ্পি কুন্ডু নামের এক পথচারী মারাত্মক আহত হয়েছেন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ০৪৫৯ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
পিএম/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।