ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আশুলিয়ায় চাঁদাবাজির সময় ভুয়া ডিবি আটক

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
আশুলিয়ায় চাঁদাবাজির সময় ভুয়া ডিবি আটক আবুল হাশেম আকাশেরর কাছ থেকে উদ্ধারকৃত ভুয়া পরিচয়পত্র ও খেলনা পিস্তল

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আবুল হাশেম আকাশ (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৬ জুন) রাত সাড়ে ৯ টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দুইটি খেলনা পিস্তল ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদুর রহমান বাংলানিউজকে জানান, ডিবি পুলিশ পরিচয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ বিভিন্ন প্রতারণা করে জনসাধারণের কাছ থেকে অর্থ আদায় করে আসছিলেন আকাশ। রোববার রাত সাড়ে ৯ টার দিকে নিশ্চিন্তপূর এলাকায় ডিবি পরিচয়ে চাঁদাবাজির সময় এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে আটক আকাশের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৪৫২ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
পিএম/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।