ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনায় কাগজের গোডাউনে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩০ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
খুলনায় কাগজের গোডাউনে আগুন প্রতীকী ছবি

খুলনা: খুলনা মহানগরীর ছোট মির্জাপুর এলাকায় মেসার্স আনোয়ার পেপারস লিমিটেডের কাগজের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আশেপাশের কয়েকটি বাড়িতে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়লে আতঙ্কের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট দীর্ঘ এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

রোববার (১৬ জুন) দিবাগত রাত ১২ টার দিকে নগরীর আহসান আহমেদ রোড সংলগ্ন ছোট মির্জাপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দুলাল মিয়া বাংলানিউজকে বলেন, কাগজের গোডাউনে আগুন লাগলে তা পাশের কয়েকটি বাড়িতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
এমআরএম/পিএম/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।