‘মাসিক স্বাস্থ্যবিধি ডে’ (মেন্টরস হাইজিন ডে) উপলক্ষে মঙ্গলবার (২৮ নে) রাজধানীর কাকরাইলের জনস্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেমিনারের আয়োজন করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ইউনিসেফ।
প্রতিমন্ত্রী বলেন, দেশের জনসংখ্যার প্রায় ৫০ শতাংশ নারী। তারা যদি সুস্থ না থাকে তাহলে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখতে পারবে না। নারীদের সক্ষমতা বাড়াতে হলে তাদের সুস্থ রাখতে হবে। তাই মাসিকের বিষয়টি অবশ্যই গুরুত্ব দিয়ে দেখতে হবে।
তিনি বলেন, মাসিকের সঠিক ব্যবস্থাপনার অভাবে অনেক নারীই নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে। মাসিক চলাকালীন সময় তারা নানাবিধ শারীরিক সমস্যায় পড়ছেন। তাই এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানসহ সমাজের সব স্তরে সচেতনতা বাড়াতে হবে।
নারীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী স্বপন বলেন, গত ১০ বছরের স্বাস্থ্যসেবা খাতে বাংলাদেশের সাফল্য উল্ল্যেখযোগ্য। বর্তমান সরকার নারীদের উন্নয়নের ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি বলেন, বাংলাদেশে মানুষের জীবন যাত্রার মান বেড়েছে স্বাস্থ্য সেবা মানুষের মৌলিক অধিকার এটি যেন সকল নাগরিকরা পায় সেটি মাথায় রেখে নানাবিধ পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। কারণ তারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তাই তাদের সুস্থতার বিষয়েও নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব রোকসানা কাদেরের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন এই বিভাগের সিনিয়র সচিব এসএম গোলাম ফারুক ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সাইফুর রহমান।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘন্টা, মে ২৮,২০১৯
এসএমএকে/এমএ