ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্রে দুদকের অভিযান, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৬, মে ২৮, ২০১৯
ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্রে দুদকের অভিযান, আটক ১

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্রে অভিযান চালিয়ে দালাল চক্রের এক সদস্যকে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা।

মঙ্গলবার (২৮ মে) সকালে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা চলছিল। এ সময় দুদক রাঙামাটি সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক নাসির উদ্দিন আহমেদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন দুদকের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম ও সহকারী পরিচালক মো. আবুল বাশার।  

কেন্দ্র থেকে দালাল চক্রের সদস্য সোহেল চাকমাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাজা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে দুদক।

এর আগে খাগড়াছড়ি বিআরটিএ কার্যালয়ে গেলে কাউকে পায়নি দুদক। পরে জানা যায়, খাগড়াছড়ি বিআরটিএ কার্যালয় তালা দিয়ে লিখিত পরীক্ষা নিতে গেছেন কর্মকর্তারা।

খাগড়াছড়ি বিআরটিএ কার্যালয়ে হয়রানির শিকার হওয়া গ্রাহকরা দুদকের কাছে লাগামহীন দুর্নীতির অভিযোগ করে। বিধি মোতাবেক বিআরটিএ কর্তৃপক্ষের কাছে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সুপারিশ পাঠাবে বলে জানান দুদক কর্মকর্তারা।

দুদকের রাঙামাটি সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক নাসির উদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মে ২৮, ২০১৯
এডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।