ঢাকা, সোমবার, ৬ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পাবনায় যুবকের মরদেহ উদ্ধার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৯, মে ২৫, ২০১৯
পাবনায় যুবকের মরদেহ উদ্ধার

পাবনা: পাবনার ঈশ্বরদী পৌর এলাকার বাঘবাড়িয়া থেকে সাকিব হোসেন (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২৫ মে) সকাল ১০টায় মরদেহ উদ্ধার করা হয়। সাকিব ঈশ্বরদীর পৌর এলাকার বাগবাড়িয়া গ্রামের আলমগীর হোসেন নুনের ছেলে।

 

স্থানীয় কাউন্সিলর আবুল হাশেম বাংলানিউজকে জানান, ঈশ্বরদীর পৌর এলাকার বাগবাড়িয়া গ্রামের শামসুলের বাড়ির পেছনে সাকিবের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।  

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বাংলানিউজকে জানান, খবর পেয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, মে  ২৫, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।