ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উদ্বোধনের অপেক্ষায় ‘পঞ্চগড় এক্সপ্রেস’ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৫ ঘণ্টা, মে ২৫, ২০১৯
উদ্বোধনের অপেক্ষায় ‘পঞ্চগড় এক্সপ্রেস’  বাম থেকে স্টেশনের আগের নাম ও স্টেশনের নতুন নাম। ছবি: বাংলানিউজ

পঞ্চগড়: উত্তরবঙ্গের মানুষসহ দেশের সর্ব উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়বাসীর বহুল প্রত্যাশী নতুন নন-স্টপ (বিরতিহীন) ট্রেন ‘পঞ্চগড় এক্সপ্রেস’ শেষ সময়ে উদ্বোধনের অপেক্ষার প্রহর গুনছে রেলপথে। 

শনিবার (২৫ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পঞ্চগড়বাসীর বহুল প্রত্যাশিত নন-স্টপ (বিরতিহীন) ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনটি উদ্বোধন করবেন।  

একই সঙ্গে পঞ্চগড় রেলওয়ে স্টেশনের নতুন নাম "বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পঞ্চগড়" ঘোষণা করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের রেলপথ মন্ত্রণালয়ের রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন।

এদিকে, শুক্রবার (২৪ মে) দুপুরে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পঞ্চগড় পরিদর্শন করেন রেলপথমন্ত্রী। এসময় তিনি স্টেশনের মূল পয়েন্টগুলো ঘুরে দেখেন।

রেলওয়ে স্টেশন মাস্টার মোশারফ হোসেন বাংলানিউজকে বলেন, শনিবার (২৫ মে) পঞ্চগড় টু ঢাকা চলাচলের জন্য প্রস্তুত নতুন আন্তঃনগর ট্রেন ‘পঞ্চগড় এক্সপ্রেস’ট্রেনটি প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকালে উদ্বোধন করবেন। ইতোমধ্যে আমরা রেলওয়ে স্টেশনের সব প্রস্তুতি সম্পন্ন করেছি।

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, মে ২৪, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।