ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, আটক ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, মে ২৩, ২০১৯
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, আটক ৭

ঢাকা: অনলাইনে পণ্য বিক্রয় সেবা দেওয়ার নামে গ্রাহকদের সঙ্গে অভিনব কৌশলে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের সাত সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

বুধবার (২২ মে) দিনগত রাতে রাজধানীর দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, অনলাইনে পণ্য বিক্রয়ের নামে অভিনব কৌশলে প্রতারণা চালিয়ে আসছিলো একটি চক্র।

রাতে দারুস সালাম থানা এলাকায় অভিযান চালিয়ে ওই প্রতারক চক্রের সাত সদস্যকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, মে ২৩, ২০১৯
পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad