ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুলিয়ারচরে ট্রাকচাপায় আচার বিক্রেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, মে ২৩, ২০১৯
কুলিয়ারচরে ট্রাকচাপায় আচার বিক্রেতা নিহত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় বালুবাহী ট্রাকের চাপায় আবু বাক্কার ছিদ্দিক (৬৫) নামে এক আচার বিক্রেতা নিহত হয়েছেন। 

বুধবার (২২ মে) বিকেলে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের উপজেলার নোয়াগাঁও বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু বাক্কার ছিদ্দিক উপজেলার ছয়সূতী ইউনিয়নের লনাবাইদ গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, বুধবার (২২ মে) বিকেলে নোয়াগাঁও বাসস্ট্যান্ড এলাকায় আচার নিয়ে রাস্তা পার হচ্ছিলেন আবু বাক্কার ছিদ্দিক। এ সময় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের কাজে নিয়োজিত একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা প্রায় আধঘণ্টা রাস্তা অবরোধ করে রাখে। ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বাংলানিউজকে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই মর্মে আবেদন করা  হলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ২২ মে, ২০১৯ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ