ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ইয়াবা আমিনের বিরুদ্ধে দুদকের মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, মে ২২, ২০১৯
ইয়াবা আমিনের বিরুদ্ধে দুদকের মামলা দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ঢাকা: টেকনাফের মো. আমিন ওরফে ‘ইয়াবা আমিনের’ বিরুদ্ধে মাদক ব্যবসার মাধ্যমে ৬ কোটি ৩৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য বাংলানিউজকে বিষয়টি নিশ্চত করেছেন।

তিনি বলেন, বুধবার (২২ মে) কমিশন থেকে এ মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে।

মামলায় অবৈধ সম্পদ অর্জন ছাড়াও মো. আমিনের বিরুদ্ধে ৩২ লাখ ৩০ হাজার টাকার সম্পদের তথ্য গোপনেরও অভিযোগ আনা হচ্ছে।

জানা যায়, ২০১৮ সালের শুরুতে মাদক ব্যবসার মাধ্যমে মো. আমিন ওরফে ইয়াবা আমিন কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন, দুদকে এ বিষয়ে একটি অভিযোগ আসে।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়-২ চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে আমিনের বিষয়ে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়।

অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, ‘ইয়াবা আমিন’ নামে খ্যাত মো. আমিন টেকনাফের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তিনি চট্টগ্রামের ও আর নিজাম রোডে বাসা ভাড়া নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে থাকেন।

এদিকে, বুধবার (২২ মে) মো. আমিনের স্ত্রী নাঈমা বেগমকে তার সম্পদ বিবরণী কমিশনে দাখিল করতে নোটিশ দিয়েছে দুদক।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, মে ২২, ২০১৯
আরএম/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।