ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডোমারে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, মে ২২, ২০১৯
ডোমারে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলায় এক ছাত্রীকে ইভটিজিং করার দায়ে আব্দুর রশীদ (২০) নামে এক বখাটে যুবকের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ফাতিমা এ দণ্ড দেন। রশীদ ডোমার পৌরসভা এলাকার পশ্চিম বোড়াগাড়ি কলেজ পাড়ার নুরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী বাড়ি ফিরছিল। পথে ডোমার রেলঘুমটির মোড়ে তাকে ইভটিজিং করে রশিদ। বাড়ি ফিরে ছাত্রীটি তার বাবাকে বিষয়টি জানালে তিনি পুলিশের কাছে অভিযোগ করেন।  

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রশীদকে আটক করে। তাৎক্ষণিক ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। সেখানে তিনি তার দোষ স্বীকার করায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ফাতিমা।  

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, রশীদকে দুপুরেই জেলা কারাগারে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মে ২১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ