ঢাকা, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

খাদ্য ও পরিবেশ অধিদপ্তরের নতুন মহাপরিচালক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৩, মে ২২, ২০১৯
খাদ্য ও পরিবেশ অধিদপ্তরের নতুন মহাপরিচালক

ঢাকা: কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোছাম্মৎ নাজমানারা খানুমকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার (২১ মে) এই কর্মকর্তাকে মহাপরিচালক নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে।
 
আর খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আরিফুর রহমান অপুকে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।


 
পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে অতিরিক্ত সচিব একেএম রফিক আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে।
 
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসে কমার্শিয়াল কাউন্সিলরের মেয়াদ শেষে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন রফিক আহমেদ।
 
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুল কাদিরকে গত ২০ মে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছিল।
 
ওই আদেশ বাতিল করে রফিক আহমেদকে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক করা হলো।
 
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, মে ২১, ২০১৯
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।