ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মহম্মদপুরে আম পাড়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫, আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৬ ঘণ্টা, মে ২১, ২০১৯
মহম্মদপুরে আম পাড়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫, আটক ৪

মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে আম পাড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (২০ মে) বিকেলে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার নহাটা ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে আম পাড়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

এতে নারীসহ ১৫ জন আহত হয়। এসময় দোকানসহ পাঁচটি ঘরও ভাঙচুর করা হয়েছে। পরে পুলিশ এসে দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আটকরা হলেন- আবজাল বিশ্বাস (৪০), মুকুল মিয়া (৪২), ফজলুর রহমান (৩৮) ও মতিয়ার রহমান (৪০)।

এ ঘটনায় গুরুতর আহতরা বর্তমানে মাগুরা সদর হাসপাতপালে চিকিৎসাধীন। বাকিরাও হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মহম্মদপুর থানার ওসি লিটন সরকার বাংলানিউজকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে। বর্তমানে সে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ০১৪৬ ঘণ্টা, মে ২০, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad