ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ইস্ট-ওয়েস্ট মিডিয়া হাউজে এনডিসি প্রশিক্ষণার্থীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, মে ২০, ২০১৯
ইস্ট-ওয়েস্ট মিডিয়া হাউজে এনডিসি প্রশিক্ষণার্থীরা

ঢাকা: দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের (ইডব্লিউএমজিএল) সংবাদ প্রতিষ্ঠানগুলোর কার্যালয় পরিদর্শন করে গেলেন ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) ‘ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০১৯’ এর প্রশিক্ষণার্থীরা।

মেজর জেনারেল মো. মুশফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশসহ ১৭টি দেশের ৯০ জন বেসামরিক- সামরিক কর্মকর্তা তাদের কোর্স কারিকুলামের অংশ হিসেবে সোমবার (২০ মে) এ পরিদর্শনে আসেন। এদের মধ্যে ৮৫ জন ‘ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০১৯’ এর প্রশিক্ষণার্থী।

বিদেশিদের মধ্যে ছিলেন ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, যুক্তরাজ্য, মালয়েশিয়া, কুয়েত, মিশর, ওমান, নাইজেরিয়াসহ ১৬টি দেশের ৩১ জন সামরিক কর্মকর্তা।

পরিদর্শনকালে তারা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে ইডব্লিউএমজিএলভুক্ত সংবাদ প্রতিষ্ঠানগুলোর কার্যালয় ঘুরে দেখেন। তারা অনেকটা সময় ধরে অবস্থান করে প্রিন্টিং প্রেস, স্যাটেলাইট টেলিভিশন ‘নিউজটোয়েন্টিফোর’ ও এফএম রেডিও ‘রেডিও ক্যাপিটাল’ সম্পর্কে খুঁটিনাটি জেনে নেন।

সকাল ১০টায় এনডিসি প্রশিক্ষণার্থীরা রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইডব্লিউএমজিএল কমপ্লেক্সে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজটোয়েন্টিফোরের সিইও নঈম নিজামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ছবি: জিএম মুজিবুর
এরপর তারা একটি মতবিনিময়ে অংশ নেন ইডব্লিউএমজিএলের সম্মেলন কক্ষে। এতে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজটোয়েন্টিফোরের সিইও নঈম নিজাম ছাড়াও উপস্থিত ছিলেন ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, দৈনিক কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলানিউজটোয়েন্টিফোর.কম সম্পাদক জুয়েল মাজহার, কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, নিউজটোয়েন্টিফোরের ইনচার্জ হাসনাইন খুরশিদ, কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর সামিয়া রহমান, হেড অব নিউজ রাহুল রাহা প্রমুখ।

এনডিসি প্রশিক্ষণার্থীরা বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে গণমাধ্যমের ভূমিকা, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় গণমাধ্যমের ভূমিকা, গণমাধ্যমের সঙ্গে সশস্ত্র বাহিনী কিভাবে একসঙ্গে দেশের উন্নয়নে কাজ করতে পারে প্রভৃতি বিষয় সম্পর্কে জানতে চান।
ছবি: জিএম মুজিবুর
তাদের বিভিন্ন প্রশ্নের জবাবে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজটোয়েন্টিফোরের সিইও নঈম নিজাম বলেন, বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্র্যান্ডিং করতে আমাদের স্ট্রং মিডিয়া নেই। আমাদের টেলিভিশন এসেছেই অনেক পরে। ইংরেজি টিভি চ্যানেল বা তেমন মিডিয়া আগামীতে হবে। তবে সময় লাগবে।

তিনি বলেন, সশস্ত্র বাহিনীর সঙ্গে গণমাধ্যম সবসময় একসঙ্গে কাজ করতে প্রস্তুত আছে। তবে এজন্য সশস্ত্র বাহিনীর মিডিয়া উইংকে শক্তিশালী হতে হবে। আইএসপিআরে মিড লেভেলের কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া প্রয়োজন।

ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী বলেন, প্রত্যেকটি মিডিয়া হাউজ তার নিজস্ব পলিসি অনুযায়ী চলে। তারা তাদের পলিসি অনুযায়ী ঠিক করে, কোন নিউজ কতোটা গুরুত্ব দিয়ে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মে ২০, ২০১৯
ইইউডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।