ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

রামু হাসপাতালে রোগীদের খাবার বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, মে ১৯, ২০১৯
রামু হাসপাতালে রোগীদের খাবার বিতরণ রামু হাসপাতালে রোগীদের খাবার বিতরণ করেন কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ।

কক্সবাজার: বুদ্ধপূর্ণিমা উপলক্ষে কক্সবাজারের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে উন্নত খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮ মে) বিকালে কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।

রোগীদের খাবার বিতরণের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের আবাসিক পরিচালক ডা. আবদুল্লাহ আল কাউসার, বিশেষ অতিথি ছিলেন মেডিকেল কনস্যাল্টেন্ট ডা.অলিউর রহমান, সাংবাদিক দর্পণ বড়য়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিপুল বড়ুয়া ও ধীমান বড়ুয়া।

প্রধান অতিথি এ রকম মহৎ উদ্যোগের জন্য বৌদ্ধ সুরক্ষা পরিষদকে ধন্যবাদ জানান।

পরিষদের সভাপতি প্রজ্ঞানন্দ ভিক্ষু বলেন, আমরা হয়তো সব মানুষের পাশে দাঁড়াতে পারবো না, কিন্তু কিছু মানুষের দুঃখ-কষ্ট তো ভাগ করে নিতে পারি। মহামতি বুদ্ধ সকল প্রাণী সুখী হোক-এই প্রত্যাশা করেছেন। সেই মহামন্ত্রে জীবসেবার এই শিক্ষাই দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, মে ১৯, ২০১৯
এসবি/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।