ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরগুনায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৪ ঘণ্টা, মে ১৬, ২০১৯
বরগুনায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ নিহত প্রসূতির স্বজনদের আহাজারি। ছবি: বাংলানিউজ

বরগুনা: বরগুনায় ভুল চিকিৎসায় সুখি বেগম নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৫ মে) রাত ৮টার দিকে বরগুনা টাউনহল সংলগ্ন কুয়েত প্রবাসী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

নিহত সুখির স্বজন জসিম জানান, দুপুরে স্থানীয় এক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সুখিকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।

রাত ৮টায় দায়িত্বরত চিকিৎসক সুখির অস্ত্রোপচার করার জন্য অপারেশন থিয়েটারে নেন।

অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বের হয়ে তিনি জানান, বাচ্চা বেঁচে থাকলেও প্রসূতি মারা গেছেন।  

এসময় সুখির পরিবারের লোকজন মৃত্যুর কারণ জিজ্ঞেস করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।  একপর্যায়ে কৌশলে পালিয়ে যায় হাসপাতালের ম্যানেজার, চিকিৎসক ও নার্সরা। বিষয়টি সন্দেহজনক মনে করে পুলিশে খবর দেন নিহতের স্বজনরা।  

সুখি বরগুনা সদর উপজেলার ৯ নম্বর এম বালীয়াতলী ইউনিয়নের বাসিন্দা শাহীনের স্ত্রী।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বাংলানিউজকে জানান, প্রসূতি মৃত্যুর খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৪২০ ঘণ্টা, ১৫ মে ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।