ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

বিআরটিসির অগ্রিম টিকিট বিক্রি শুরু ২০ মে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৪, মে ১৬, ২০১৯
বিআরটিসির অগ্রিম টিকিট বিক্রি শুরু ২০ মে ফাইল ছবি

ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসির বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২০ মে। রাজধানীর মতিঝিল, গাবতলী ও কল্যাণপুরসহ বিআরটিসির সব কাউন্টারে টিকিট পাওয়া যাবে।

তবে দূরপাল্লার গন্তব্যের মধ্যে শুধু খুলনা অঞ্চলের টিকিট বিক্রি করা হবে বলে জানা গেছে। আর ঢাকার পার্শ্ববর্তী জেলাসহ অন্য সব গন্তব্যে চাহিদা সাপেক্ষে টিকিট বিক্রি করা হবে।

 

বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বিআরটিসির মতিঝিল ডিপোর ম্যানেজার নায়েব আলী বাংলানিউজকে বলেন, ২০ মে থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত হয়েছে। যদিও এখনো আমাদের কাছে নির্দেশনা আসেনি। তবে আশা করি, দুই একদিনের মধ্যে হয়তো নির্দেশনা পেয়ে যাবো।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মে ১৫, ২০১৯
টিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।