ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাঘাইছড়িতে পুকুর থেকে সামরিক সরঞ্জামাদি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, মে ১৫, ২০১৯
বাঘাইছড়িতে পুকুর থেকে সামরিক সরঞ্জামাদি উদ্ধার উদ্ধার হওয়া সামরিক সরঞ্জামাদিগুলো। ছবি: বাংলানিউজ

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে পুকুর থেকে সামরিক সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ। সরঞ্জামাদিগুলো হলো- কাঠের অস্ত্র, কম্বাট বুট এবং আঞ্চলিক সন্ত্রাসীদের ব্যবহৃত একটি জ্যাকেট।

বুধবার (১৫মে) দুপুরে উপজেলার পশ্চিম লাইল্যাঘোনা এলাকা থেকে এসব সরঞ্জমাদি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদে দুপুরে ওই এলাকার আব্দুল আলমের বাড়িতে অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে আলম পালিয়ে যেতে সক্ষম হলেও বাড়ির পাশে পুকুর থেকে একটি কাঠের অস্ত্র, এক জোড়া কম্বাট বুট এবং আঞ্চলিক সন্ত্রাসীদের ব্যবহৃত একটি জ্যাকেট উদ্ধার করা হয়।  

এ ব্যাপারে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। উদ্ধার হওয়া মালামালগুলো রাখা হয়েছে থানা হেফাজতে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মে ১৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad