ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুমিল্লায় কিশোর আদিল হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, মে ১৫, ২০১৯
কুমিল্লায় কিশোর আদিল হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আটক ৩ আটক তিনজন পুলিশ হেফাজতে। ছবি: বাংলানিউজ

কুমিল্লা: কুমিল্লা শহরের কিশোর আদিল (১৭) হত্যা ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৫ মে) দুপুরে কুমিল্লা কোতোয়ালি থানায় এক সংবাদ সম্মেলনে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন বিষয়টি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম মিয়া, পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন ও চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সালাউদ্দিন ।

আটক তিনজন হলেন- কুমিল্লা শহরের মোগলটুলি এলাকার হোসেনের ছেলে অনিক (১৮) , জামাল মিয়ার ছেলে খায়রুল (১৭) ও জামালের জাহিদ (১৭) ।

বুধবার (১৫ মে) ভোরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার লক্ষ্মীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

এর আগে সোমবার (১৩ মে) রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল চালানো নিয়ে কথা কাটাকাটির জেরে কুমিল্লা শহরের মোগলটুলীর এলাকায় ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয় কিশোর আদিলকে। পরে তাকে দ্রুত উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আদিলের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মে ১৫, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।