ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনাকে ‘রত্নগর্ভা মা’ ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৬, মে ১২, ২০১৯
শেখ হাসিনাকে ‘রত্নগর্ভা মা’ ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন

কুড়িগ্রাম: আন্তর্জাতিক মা দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘রত্নগর্ভা মা’ ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। 

রোববার (১২ মে) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন মোহাম্মদ ছাবেরী লিটন নামে প্রধানমন্ত্রীর এক ভক্ত।  

সংবাদ সম্মেলনে ছাবেরী লিটন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন সফল সংগঠক ও দেশ পরিচালক এবং সফল মা।

তার গর্ভজাত দুই সন্তান (সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল) আজ বাংলাদেশের উন্নয়নে অংশীদার হয়ে বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছেন। এমন মাকে বিশেষ এই দিনে ‘রত্নগর্ভা মা’ উপাধি দেওয়ার দাবি জানাই।  

এমনকি ছাবেরী লিটন নিজের উদ্যোগে প্রধানমন্ত্রীকে এমন সম্মাননা স্মারক তুলে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ হাসান লোবান ও ছাবেরীর পিতা ছাবের আলী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, মে ১২, ২০১৯
এফইএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।