ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় হিটস্ট্রোকে দিনমজুরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৮, মে ৯, ২০১৯
উল্লাপাড়ায় হিটস্ট্রোকে দিনমজুরের মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে জিল্লুর রহমান (৪৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) দুপুরে সলঙ্গা ইউনিয়নের বওলাতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিল্লুর বওলাতলা গ্রামের আকবর আলীর ছেলে।

সলঙ্গা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বর) ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, সকাল থেকে অন্যের জমিতে ধান কাটার কাজ করছিলেন জিল্লুর। কাঠফাটা রোদ আর প্রচণ্ড গরমে অন্য শ্রমিকদের সঙ্গে কাজ করছিলেন তিনি।

তিনি বলেন, ধান কাটা শেষে দুপুরে ধানের বোঝা মাথায় নিয়ে জমির মালিকের বাড়ি যাওয়ার পথে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান জিল্লুর।  

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, মে ০৯, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।