ঢাকা, শুক্রবার, ১৮ আশ্বিন ১৪৩২, ০৩ অক্টোবর ২০২৫, ১০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

রাজশাহীতে নিষিদ্ধ হিযবুত তাহরীরের সদস্য গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:০৬, মে ৯, ২০১৯
রাজশাহীতে নিষিদ্ধ হিযবুত তাহরীরের সদস্য গ্রেফতার

রাজশাহী: রাজশাহীতে হিযবুত তাহরীরের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে মহানগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

বুধবার (০৮ মে) রাত ১০টার দিকে মহানগরীর কাদিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার হিযবুত তাহরীর সদস্য তানভীর হোসাইন (২৪) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী বলে জানিয়েছেন বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ।

ওসি আমান উল্লাহ জানান, গ্রেফতার তানভীর নিষিদ্ধঘোষিত হিযবুত তাহরীরের হয়ে প্রচারণা চালাচ্ছিল। তার কাছ থেকে পোস্টার, লিফলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।  

বৃহস্পতিবার (০৯ মে) সকালে ওই মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, মে ০৮, ২০১৯
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।