ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দেশে গণমাধ্যমের দুর্দিন চলছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, মে ৫, ২০১৯
দেশে গণমাধ্যমের দুর্দিন চলছে

ঢাকা: দেশে গণমাধ্যমের দুর্দিন চলছে। এ সঙ্কট দূর করতে সাংবাদিকদের ঐক্যের কোনো বিকল্প নেই। জীবিকার তাগিদে সাংবাদিক নেতাদের আরও সোচ্চার হতে হবে।

শনিবার (০৪ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে সংগঠনের চার সিনিয়র সদস্যের প্রয়াণে আয়োজিত স্মরণসভায় সাংবাদিক নেতারা এ কথা বলেন।

ডিআরইউ সাবেক সভাপতি এম. আনোয়ারুল হক, প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী কমিটির সদস্য শাহরিয়ার শহীদ, সাংস্কৃতিক সম্পাদক সফিউল আলম রাজা ও সিনিয়র সদস্য এম. বশির আহমেদের মৃত্যুতে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

ডিআরইউ’র সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কবির আহমেদ খান।

বক্তারা বলেন, পেশার মানোন্নয়ন ও মর্যাদা রক্ষায় নিজেদের সমৃদ্ধি করার কোনো বিকল্প নেই। প্রয়াত চার ডিআরইউ সদস্য গুণে মানে দক্ষ এবং সন্মানিত সাংবাদিক ছিলেন। তাদের শুন্যস্থান পূরণ হওয়ার নয়। তাদের অর্জনকে সামনে রেখে বর্তমান প্রজন্মকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।

স্মরণসভায় বক্তব্য রাখেন- ডিআরইউ’র সাবেক সভাপতি এম. শফিকুল করিম, সাখাওয়াত হোসেন বাদশা, শাহেদ চৌধুরী ও জামাল উদ্দীন, ডিআরইউ কার্যনির্বাহী কমিটির যুগ্ম-সম্পাদক জামিউল আহসান সিপু, সাংগঠনিক সম্পাদক আফজাল বারী, কল্যাণ সম্পাদক কাওসার আজম, সাবেক সহ-সভাপতি আবু দারদা জুবায়ের, সাবেক সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম হাসিব।

পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন- মরহুম এম. আনোয়ারুল হকের ছেলে আসিফ শাওন, এম. বশির আহমেদের ছেলে ডা. সালেহ আহমেদ এবং সফিউল আলম রাজার স্ত্রী জাকিয়া সুলতানা।

এ সময় ডিআরইউ কার্যনির্বাহী সদস্য মহিউদ্দিন, মোহাম্মদ মাকসুদুল হাসান, রাশেদুল হকসহ ডিআরইউ সদস্য ও প্রয়াত সদস্যদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, মে ০৪, ২০১৯
এসই/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।