ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রী-রিভা গাঙ্গুলীর সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৪, এপ্রিল ৩০, ২০১৯
পররাষ্ট্র প্রতিমন্ত্রী-রিভা গাঙ্গুলীর সৌজন্য সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মো. শাহরিয়ার আলম ও রিভা গাঙ্গুলী দাস

ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের নবনিযুক্ত হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস। 

মঙ্গলবার (৩০ এপ্রিল) পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ করেন তারা।  

এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু’দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে দু’দেশের মধ্যে রেল ও সড়ক যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগ এবং যাতায়াত বাড়া দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক বলে মন্তব্য করেন তিনি।  

প্রতিমন্ত্রী রেল ও নৌপথে আরো যোগাযোগ বৃদ্ধির চলমান কার্যক্রমকে স্বাগত জানান। এছাড়া তারা দু’দেশের মধ্যে বিদ্যমান বিদ্যুৎ আমদানি-রপ্তানির বিষয়েও আলোচনা করেন। আগামীতে দ্বিপাক্ষিক সম্পর্ক গভীরতর হবে বলে তারা আশা প্রকাশ করেন।

শাহরিয়ার আলম ভারতীয় নতুন হাইকমিশনারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং বাংলাদেশে তার কার্যকালীন সময় সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।