ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

গাংনীতে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৬, এপ্রিল ৩০, ২০১৯
গাংনীতে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু তাপদাহ। ছবি: সংগৃহীত

মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে ধান কাটার সময় হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে আতাউল ইসলাম (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সহড়াতলা গ্রামে এ ঘটনা ঘটে। আতাউল একই গ্রামের মাদ্রাসাপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় তেঁতুলবাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য বজলুর রহমান বাংলানিউজকে জানান, নিজ বাড়ির পার্শ্ববর্তী মাঠে ধান কাটতে গিয়ে প্রচণ্ড তাপদাহে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান কৃষক আতাউল।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ড. এমকে রেজা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, প্রচণ্ড গরমের কারণেই হিটস্ট্রোকে আতাউলের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।