ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বরিশালে ২০৩ লিটার চোলাই মদসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৯
বরিশালে ২০৩ লিটার চোলাই মদসহ আটক ৩ পুলিশের হাতে আটক চোলাই মদসহ তিনজন, ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ২০৩ লিটার চোলাই মদসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (২৬ এপ্রিল) সকালে র‌্যাব-৮ এর সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দিনগত রাতে উপজেলার ঢালমারা গ্রামের কার্ত্তিক চন্দ্র পালের বসতবাড়িতে অভিযান চালানো হয়।

এসময় সেখান থেকে ২০৩ লিটার চোলাই মদসহ কালিচরণ পালের ছেলে কার্ত্তিক চন্দ্র পাল (৪০) ও একই গ্রামের নূরে আলম শিকদারের ছেলে মিরাজ শিকদার (৩৪) ও পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদী এলাকার মৃত লক্ষণ চন্দ্র পালের ছেলে গোসাই চন্দ্র পালকে (৩২) আটক করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি'র ডিএডি মো. আল মামুন শিকদার বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।