ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদকবিক্রেতা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৯
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদকবিক্রেতা নিহত

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের পুরানপাড়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. মহিউদ্দিন (২৬) নামে এক মাদকবিক্রেতা নিহত হয়েছেন।

শনিবার (২০ এপ্রিল) দিনগত রাত আড়াইটার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। মহিউদ্দিনের বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার কম্বানিয়া গ্রামে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, রাতে পুরানপাড়ায় জব্বার মুনশীর পরিত্যক্ত হ্যাচারির পাশে ইয়াবা উদ্ধারের জন্য গেলে র‌্যাব টহল দলের সঙ্গে মাদকবিক্রেতাদের গুলিবিনিময়ের ঘটনা ঘটে। একপর্যায়ে মাদকবিক্রেতারা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মহিউদ্দিন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়াও ঘটনাস্থল থেকে ১০ হাজার পিস ইয়াবা, দেশীয় তৈরি বন্দুক ও তিন রাউন্ড কার্টুজ উদ্ধার করা হয়।

মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৯
এসবি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।