ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

ঢাবি ছাত্রীদের উত্ত্যক্ত করায় বখাটেকে গণপিটুনি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৯, এপ্রিল ১৬, ২০১৯
ঢাবি ছাত্রীদের উত্ত্যক্ত করায় বখাটেকে গণপিটুনি

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীদের উত্ত্যক্ত করায় কয়েকজন বখাটেকে ধাওয়া করে একজনকে ধরে গণপিটুনি দিয়েছে শিক্ষার্থীরা। এরপর তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে সোপর্দ করা হয়েছে।
 

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে ওই বখাটেকে ধরে গণপিটুনির পর ঢাবির প্রক্টরের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্লাস শেষে বিশ্ববিদ্যালয়ের বাসে বাসায় ফেরার সময় শাহবাগে ছাত্রীদের উত্ত্যক্ত করে ৭-৮ জন বখাটে।

গাড়িতে থাকা ছাত্ররা এর প্রতিবাদ করলে তাদের ওপরও হামলা করে বখাটেরা। এতে তিন ছাত্র আহত হন। পরে শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে বখাটেদের ধাওয়া করে একজনকে ধরে ফেলে। সেসময় জনতা ওই বখাটেকে গণপিটুনি দেয়। এরপর তাকে প্রক্টর কার্যালয়ের কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
আরএইচএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।