ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নানী-নাতনী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নানী-নাতনী নিহত

দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী নানী-নাতনী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
 

বুধবার (১০ এপ্রিল) দুপুর দেড়টায় বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের কৈকুরী পাকা রাস্তার মোজাফ্ফর আলীর বাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা ওই ইউনিয়নের জগদিশপুর গ্রামের মৃত আব্দুর রশিদের স্ত্রী জহুরা বেওয়া (৪৫) ও তার নাতনী জহুরুল ইসলামের মেয়ে জুঁই (০৭)।

 

আহত দুইজন নিহত জহুরার ছেলে মাজম (২০) ও তার সঙ্গী স্বাধীন (১৬)।  

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিলা পারভীন বাংলানিউজকে জানান, জগদিশপুর গ্রাম থেকে চারজন মোটরসাইকেলে বীরগঞ্জ শহরে আসছিলেন। তারা কৈকুর গ্রামের  পাকা রাস্তার মোজাফ্ফর আলীর বাসার সামনে পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নানী-নাতনী নিহত ও দুইজন আহত হন।  

এ ঘটনার পর ঘাতক ট্রাকটির চালক ওই উপজেলার মরিচা ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে ট্রাকটি রেখে পালিয়ে গেছে। এদিকে বিক্ষুব্ধ জনতা দুর্ঘটনা কবলিতস্থানটি আটকে যান চলাচল বন্ধ করে দিয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।