ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ওয়াশিংটনে ড. মোমেন-পম্পেও বৈঠক সোমবার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৯
ওয়াশিংটনে ড. মোমেন-পম্পেও বৈঠক সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

ঢাকা: আগামী সোমবার (৮ এপ্রিল) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বৈঠকে দু’দেশের মধ্যে বিভিন্নখাতে সহযোগিতার বাড়ানোর  লক্ষ্যে আলোচনা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমন বৈঠকে মিলিত হন। বৈঠকে দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

একইসঙ্গে ড. মোমেনের যুক্তরাষ্ট্র সফরের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের আসন্ন যুক্তরাষ্ট্র সফর ফলপ্রসূ হবে বলে প্রত্যাশা করেছেন মার্কিন রাষ্ট্রদূত। যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানানোর জন্য মিলারের মাধ্যমে পম্পেওকে ধন্যবাদ জানান মোমেন।

মার্কিন রাষ্ট্রদূত জানান, রোহিঙ্গা সঙ্কটে বাংলাদেশের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বলেও জানান তিনি। ড. মোমেন, বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী ৬ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে  আবদুল মোমেন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। ৮ এপ্রিল তিনি মাইক পম্পেওর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৯
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।