ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

সুন্দরবন থেকে হরিণের মাথা, মাংস ও চামড়া উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১২, মার্চ ২৫, ২০১৯
সুন্দরবন থেকে হরিণের মাথা, মাংস ও চামড়া উদ্ধার

বাগেরহাট: সুন্দরবন থেকে হরিণের মাথা, মাংস ও চামড়া উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা।

রোববার (২৪ মার্চ) রাতে জেলার মোংলা উপজেলার হারবারিয়া খাল সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় সাত কেজি হরিণের মাংস, দুইটি হরিণের মাথা এবং দুইটি হরিণের চামড়া উদ্ধার করা হয়।

সোমবার (২৫ মার্চ) দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের সহকারী গোয়েন্দা পরিচালক লে. কমান্ডার বিএন এম হামিদুল ইসলাম বিষয়টি জানান।

তিনি বলেন, রোববার রাতে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় সাত কেজি হরিণের মাংস, দুইটি হরিণের মাথা এবং দুইটি হরিণের চামড়া উদ্ধার করে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নন্দবালা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।