ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাংবাদিক শফিউল আলম রাজা আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
সাংবাদিক শফিউল আলম রাজা আর নেই সাংবাদিক শফিউল আলম রাজা। ফাইল ফটো

ঢাকা: সাংবাদিক ও ভাওয়াইয়া শিল্পী শফিউল আলম রাজা আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১৭ মার্চ) রাজধানীর মিরপুর পল্লবী এলাকার গানের স্কুল কলতানের একটি কক্ষের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রেডিও চিলমারীর স্টেশন ইনচার্জ বশীর আহমেদ তার ফেসবুক টাইমলাইনে রাজার মৃত্যুর বিষয়টি নিয়ে স্ট্যাটাস দিয়েছেন।

 

সূত্র জানায়, কলতান একটি গানের স্কুল। রাজা এই স্কুলটি প্রতিষ্ঠা করেন। ওই স্কুলে রোববার দুপুরের দিকে একটি কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।  

সহকর্মীরা বলছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে রাজার মৃত্যু হতে পারে।  

কুড়িগ্রামের চিলমারীতে জন্ম নেয়া রাজা দৈনিক জনকণ্ঠ, যুগান্তরসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। সর্বশেষ অনলাইন নিউজপোর্টাল প্রিয়ডটকমের প্রধান প্রতিবেদক হিসেবে কাজ করেছেন।

তবে অধিক পরিচিত ছিলেন ‘ভাওয়াইয়া রাজা’ নামে। ঢাকা রি‌পোর্টার্স ইউ‌নি‌টির (ডিআরইউ) স্থায়ী সদস্য শফিউল আলম রাজা সংগঠনটির সাংস্কৃ‌তিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।  

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯ 
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।