ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

খুলনায় জেনারেটর বিস্ফোরণে রূপালী ব্যাংকে অগ্নিকাণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৬, মার্চ ১৩, ২০১৯
খুলনায় জেনারেটর বিস্ফোরণে রূপালী ব্যাংকে অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডের ঘটনায় তা নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট

খুলনা: খুলনায় রূপালী ব্যাংকের দৌলতপুর শাখায় জেনারেটর বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৩ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণের আনার কাজে যোগ দিয়ে একজন নিরাপত্তা প্রহরী দগ্ধ হওয়ার খবর জানা গেছে।

ব্যাংকের জিএম বিলকিস বানু জানান, জেনারেটর বিস্ফোরণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে নিরাপত্তা প্রহরী হাসিব মোল্লা দগ্ধ হন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

খুলনার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-পরিচালক মো. আবুল হোসেন  বলেন, ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় আটকাপড়া ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।

এদিকে জেনারেটরে তেল না থাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ওই সময় উপস্থিত থাকা ব্যাংকের গ্রাহকরা অভিযোগ করেছেন।

বাংলাদেশসময়: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ১৩,  ২০১৯
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।