ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

জাতীয়

পিআইবি মহাপরিচালকের মৃত্যুতে শেহাবি উপাচার্যের শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১৪, মার্চ ১, ২০১৯
পিআইবি মহাপরিচালকের মৃত্যুতে শেহাবি উপাচার্যের শোক

ঢাকা: সাংবাদিক ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক মো. শাহ আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের (শেহাবি) উপাচার্য অধ্যাপক ড. রফিকউল্লাহ খান। 

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) এক বার্তায় এ শোক জানান তিনি। শোক বার্তায় শেহাবি উপাচার্য বলেন, শাহ আলমগীর সাংবাদিকতা পেশার উন্নয়নে এবং সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

যা অবিস্মরণীয় হয়ে থাকবে।  

বিশ্ববিদ্যালয়ের পক্ষে ড. রফিকউল্লাহ খান মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বৃহস্পতিবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জ্যেষ্ঠ সাংবাদিক শাহ আলমগীর ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬২ বছর।  

বাংলাদেশ সময় ২০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮,২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।