ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

চকবাজার অগ্নিকাণ্ডে এরদোয়ানের শোক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
চকবাজার অগ্নিকাণ্ডে এরদোয়ানের শোক তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ছবি: সংগৃহীত

ঢাকা: পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

প্রেসিডেন্ট মো. আবদুল হামিদকে পাঠানো বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন। শনিবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার তুরস্ক দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়।

তারা জানিয়েছে, চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রেসিডেন্ট মো. আবদুল হামিদকে বার্তা পাঠিয়েছেন এরদোয়ান। তাতে তিনি নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট।

এর আগে বুধবার (২০ ফেব্রুয়ারি) রাতে চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মারা যান ৬৭ জন। আহত হন আরও অনেক। এখানকার নন্দকুমার দত্ত রোডের শেষ মাথায় চুড়িহাট্টা শাহী মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহিদ ম্যানশনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আবাসিক ভবনটিতে কেমিক্যাল গোডাউন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ সময়: ০০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
টিআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।