ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেনাপোলে হুন্ডির টাকাসহ আটক ২ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
বেনাপোলে হুন্ডির টাকাসহ আটক ২  হুন্ডির টাকাসহ আটকেরা

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে হুন্ডির সাড়ে ৬ লাখ টাকাসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে বেনাপোল সীমান্তের বড় আচড়া গ্রাম থেকে ৪৯-ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাদের আটক করে।

আটকেরা হলেন-দিনাজপুরের খানসামা উপজেলার কৌউপা গ্রামের কুতুব উদ্দিনের ছেলে আব্দুল্লাহ (৪৮)  ও নওগাঁর বদলগাছি উপজেলার প্রধান কুন্তি গ্রামের শওকাত আলীর ছেলে মুশফিকুর রহমান (৩২)।

বিজিবি জানায়, গোপন সংবাদে তারা জানতে পারে দুইজন হুন্ডি ব্যবসায়ী  বেনাপোল চেকপোস্ট থেকে বিপুল পরিমাণ টাকা নিয়ে বাজারের দিকে যাবে। পরে বিজিবি ক্যাম্পের একটি টহল দল চেকপোস্টের বড় আচড়া নামক স্থানে অভিযান চালিয়ে ৬ লাখ টাকাসহ দুইজনকে আটক করে।  

৪৯-বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭২৫ ঘণ্টা, ২০ ফেব্রুয়ারি, ২০১৯
এজেডএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।