ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নেত্রকোণায় গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৫, ফেব্রুয়ারি ৪, ২০১৯
নেত্রকোণায় গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার মাদক বিক্রেতা সোনা

নেত্রকোণা: নেত্রকোণা শহরের ইসলামপুর এলাকা থেকে মো. সোনা মিয়া নামে এক মাদক বিক্রেতাকে গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (০৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে গাঁজা বিক্রির সময় তাকে গ্রেফতার করা হয়। মাদক বিক্রেতা সোনা শহরের পূর্ব মালনি এলাকার মৃত শুক্কুর ব্যাপারীর ছেলে।

তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান বাংলানিউজকে বলেন, মাদক বিক্রেতা সোনা মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০৬৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।