ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

চিরিরবন্দরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
চিরিরবন্দরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নীলফামারী: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দেড় বছর বয়সের আয়শা সিদ্দীকা ও ১৪ মাস বয়সের সানজিদা আকতার নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার নান্দেড়াই গ্রামের ভোলা মেম্বার পাড়ায় নিজ বাড়ির পাশের একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়শা ওই এলাকার আবু বক্কর সিদ্দীক মেয়ে এবং সানজিদা একই পরিবারের আবু সাঈদের মেয়ে।

প্রতিবেশীরা জানান, বেলা ১১টার দিকে শিশু আয়শা ও সানজিদার মা তাদের অনেক খোঁজাখুঁজি করেন। পরে বাড়ির পাশে পুকুরের পানিতে ভাসতে দেখে চিৎকার দেন তারা। এসময় স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

চিরিরবন্দরের আব্দুলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ময়েনউদ্দিন শাহ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।