ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
ময়মনসিংহে বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহ: ময়মনসিংহে কমিউটার ট্রেনের বিদ্যুৎ সরবরাহকারী বগির (পাওয়ার কার) একটিসহ তিনিটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে ফাতেমা নগর রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট জহুরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের পাওয়ার কারের সাত থেকে আটি চাকা লাইনচ্যুত হয়।

পরে আরও দু’টি বগি লাইনচ্যু হয়। এতে ওই রুটে ট্রেন চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে।

উদ্ধারকারী রিলিফ ট্রেন রওয়ানা হয়েছে। কিছুক্ষণের মধ্যে উদ্ধার কাজ শুরু হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, সেপন্টেম্বর ২০, ২০১৮
এমএএএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।