ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুবি সংলগ্ন ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
কুবি সংলগ্ন ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কুবি: মূল্য তালিকা না থাকা ও পচা-বাসি খাবার সংরক্ষণসহ বিভিন্ন অপরাধে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সংলগ্ন চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। 

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) অধিদফতর কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসাদুল ইসলাম নেতৃত্বে এ অভিযানে পরিচালনা করা হয়।

তিনি বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আল মদিনা, মায়ের দোয়া ও মামা হোটেলে অভিযান চালিয়ে খাবারের কোনো মূল্য তালিকা পাওয়া যায়নি।

এছাড়া মেয়াদোত্তীর্ণ তেল ব্যবহার, পচা-বাসি খাবার সংরক্ষণ ও অবৈধ প্রক্রিয়ায় খাবার উৎপাদনের কারণে তিন হোটেলকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ফয়সাল এন্টারপ্রাইজকে ক্ষতিকারক পদার্থ দ্বারা খাদ্য উৎপাদন ও পণ্যের মেয়াদ উল্লেখ না থাকার অপরাধে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা,  সেপ্টেম্বর ১৮,  ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।