ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সুপারি বাগান থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
সুপারি বাগান থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার ইয়াবা উদ্ধার। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের একটি সুপারি বাগানের গর্ত থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নেটংপাড়া থেকে এগুলো উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, নেটংপাড়ার একটি সুপারি বাগানের জঙ্গলের ভেতর ইয়াবা লুকায়িত রয়েছে, বিজিবি কাছে গোপন তথ্য ছিলো।

সেই তথ্যের ভিত্তিতে সুপারি বাগান তল্লাশিকালে মাটির নিচে গর্তে লুকায়িত অবস্থায় পলিথিন ব্যাগ খুঁজে পায় বিজিবি সদস্যরা। পরে ব্যাগটি থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
 
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আছাদুদ জামান চৌধুরী বলেন, উদ্ধার হওয়া ইয়াবা পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
 
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
টিটি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।