ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের নবগঠিত পূবাইল থানার ভবনে রঙ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর আলম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে পূবাইল থানা ভবনের বাইরের দেয়ালে রঙয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম লক্ষীপুরের রায়পুর থানার চরমোহনা এলাকার আব্দুল আজিজের ছেলে।

 

গাজীপুর সিটি করপোরেশনের ৪২নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আব্দুস সালাম বাংলানিউজকে জানান, গাজীপুর সিটি করপোরেশনের মীরেরবাজার এলাকায় ভাড়া করা ভবনে শুরু করা হয় পূবাইল থানার কার্যক্রম। ওই থানার ভবন ঘেষে ৩৩ হাজার কেভির বিদ্যুতের লাইন রয়েছে। দুপুরে জাহাঙ্গীর থানা ভবনের বাইরে দেওয়ালে রঙয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জামিল উদ্দিন রাশেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, রোববার (১৬ সেপ্টেম্বর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আটটি থানার উদ্বোধন করা হয়।  

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর, ২০১৮ 
আরএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad