ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডিবি কর্মকর্তার পিস্তল চুরি: চারজনের রিমান্ড আবেদন 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
ডিবি কর্মকর্তার পিস্তল চুরি: চারজনের রিমান্ড আবেদন 

ময়মনসিংহ: ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) কমল কুমার রায়ের পিস্তল চুরির ঘটনায় সন্দেহভাজন চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। 

সোমবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল এই তথ্য জানান।

শাহ কামাল বলেন, কয়েকদিন আগে এ ঘটনায় সুমন, শাহ আলম, রফিক ও পদ্মা নামে চারজনকে আটক করা হয়।

তাদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করা হয়েছে। কিন্তু আদালত এখনও রিমান্ড শুনানির পরবর্তী দিন ধার্য করেননি।  

পুলিশ জানায়, মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকালে উপ-পরিদর্শক (এসআই) কমল কুমার রায়ের বাসা থেকে ১৬ রাউন্ড গুলিভর্তি একটি ৭.৬২ পিস্তল চুরি হয়।  

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮ 
এমএএএম/এএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।