ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

এখন রংপুরের লোকদের মফিজ বলা হয় না: নুরুজ্জামান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
এখন রংপুরের লোকদের মফিজ বলা হয় না: নুরুজ্জামান বক্তব্য রাছছেন নুরুজ্জামান আহমেদ

লালমনিরহাট: সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, রংপুরের লোকদের আগে মফিজ বলা হত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মদক্ষতায় সারা দেশের ন্যায় রংপুরের অভূতপুর্ব উন্নয়নে এখন রংপুরের লোকদের আর মফিজ বলা হয় না।

রোববার (১৬ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে আদিতমারী উপজেলার নামুড়িতে মেসার্স কেএস ফিলিং স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, যারা দেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, জনগণ তাদের প্রত্যাক্ষাণ করায় তারা ক্ষমতার লোভে বাসে আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে মেরেছে।

তারা দেশের কল্যাণ চায় না। তারা দেশের উন্নয়ন দেখেও দেখে না। কোরআনের অপব্যাখ্যা দিয়ে দেশে অরাজকতা করতে চায়। তাদের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

এলাকার মুরব্বী সাইফুল ইসলাম ফাতেমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, লালমনিরহাট ডায়াবেটিক সমিতির সভাপতি এসএ হামিদ বাবু, কর্ণল (অবসর) নেয়ামুল ইসলাম ফাতেমী বীর প্রতিক, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কামরুল হাসান বকুল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।