ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হেরোইনসহ নারী মাদক বিক্রেতা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
হেরোইনসহ নারী মাদক বিক্রেতা আটক নারী মাদক বিক্রেতা আটক

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪৮ গ্রাম হেরোইনসহ আনিছা বেগম(৫০) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার(১৫ সেপ্টেম্বর)  দিনগত রাত নয়টার দিকে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের কোচাশহর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আনিছা বেগম একই এলাকার দুদু শেখের স্ত্রী।

গাইবান্ধা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বাংলানিউজকে বলেন,  আনিছা বেগম ও তার স্বামী দু’জনই তালিকাভুক্ত মাদক বিক্রেতা। গোপন সংবাদের ভিত্তিতে কোচাশহর এলাকায় অভিযান চালিয়ে আনিছা বেগমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার করা হেরোইনের মুল্য ৪ লাখ ৮০ হাজার টাকা। গত ৪ মাস আগে আনিছা বেগমের  স্বামী গাইবান্ধা ডিবির হাতে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ আটকের পর আনিছা বেগম তার স্বামীর ব্যবসা চালিয়ে আসছিলেন।

বাংলাদেশ সময় ০১২৩ ঘণ্টা, ১৬ সেপ্টেম্বর ২০১৮
এমআরএ/এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।