ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শাহরাস্তিতে ২ অটোরিকশার সংঘর্ষে নিহত দুই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
শাহরাস্তিতে ২ অটোরিকশার সংঘর্ষে নিহত দুই দুর্ঘটনা কবলিত অটোরিকশা। ছবি: বাংলানিউজ

চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তি মেহের এলাকায় সিএনজিচালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময়  আহত হয়েছেন আরো পাঁচ যাত্রী। 

শনিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় মেহের স্টেশনের পশ্চিমে করবা রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

আহতদের মধ্যে আলমগীর হোসেন (৩৮) নামে এক যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আলমগীর একই উপজেলার টামটা মসজিদ সাহেববাড়ীর ফজল আহমদের ছেলে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় দু’টো অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। দুর্ঘটনা কবলিত অটোরিকশা দু’টো উদ্ধার করেছে  পুলিশ।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ আলম বাংলানিউজকে বলেন, এখন নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের ঘটনাস্থল থেকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।