ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নিরাপদ সড়ক নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
নিরাপদ সড়ক নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

বরিশাল: নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। চালক ও পথচারীরা সর্তকতার সঙ্গে রাস্তায় চলাচল করলে অধিকাংশ দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে। 

শনিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় বরিশালের গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে নিরাপদ সড়ক নিশ্চিত কল্পে জনসতেনতা মূলক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় এ কথা বলেন বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম।

গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে স্কুলের প্রধান শিক্ষক মো. অলিউল্লাহর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম।

এতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গৌরনদী সার্কেল মো. আ. রব হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন, গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী পৌরসভার মেয়র মো. হারিছুর রহমান, বরিশাল বিআরটি সার্কেলের সহকারী পরিচালক মো. শাহ আলম, বরিশাল জেলা বাস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মো. আফতাফ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
এমএস/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।