ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কসবায় ১৮০ কেজি গাঁজাসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
কসবায় ১৮০ কেজি গাঁজাসহ আটক ৩

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জ্বালানি মন্ত্রণালয়ের স্টিকার যুক্ত একটি মাইক্রোবাসে তল্লাশি করে ১৮০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাইমপুর ইউনিয়নের কামালপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কুমিল্লার দেবিদ্বারের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মো. রিপন (২৪), কসবার কামালপুরের চুন্নু মিয়ার ছেলে জাকির হোসেন (২০) ও নরসিংদীর রায়পুরার আবুল হোসেনের ছেলে গিয়াস (২২)।

কসবা থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মৃনাল দেবনাথ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কামালপুর গ্রামের আঞ্চলিক রাস্তায় অভিযান চালায় পুলিশ। এ সময় মাইক্রোবাসটি কামালপুর হাজি মকবুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের সড়ক দিয়ে গ্রামের ভেতর থেকে বের হচ্ছিল। এসময় পুলিশ মাইক্রোবাসটিকে আটক করে। পরে মাইক্রোবাসটি তল্লাশি করে ১৮০ কেজি গাঁজা জব্দ করা হয়। পরে ড্রাইভারসহ তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।