ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রেলিং ভেঙে হাতিরঝিলের লেকে মাইক্রোবাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
রেলিং ভেঙে হাতিরঝিলের লেকে মাইক্রোবাস ব্রিজের রেলিং ভেঙে লেকের পানিতে পড়ে যাওয়া মাইক্রোবাস। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর হাতিরঝিলের ব্রিজের রেলিং ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস লেকের পানিতে পড়ে গেছে। তবে এতে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও চালক সামান্য আহত হয়েছেন।

শনিবার (১৫ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। আহত চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ ফজলুল করিম বাংলানিউজকে জানান, সকালে হাতিরঝিল পুলিশ প্লাজা সংলগ্ন এলাকায় ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে লেকের পানিতে পড়ে যায়। পরে চালক দরজা খুলে বের হয়ে আসেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িতে চালক ছাড়া আর কেউ ছিল না।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদুল হক বাংলানিউজকে বলেন, খবর পেয়ে সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি উদ্ধার করে।

এদিকে, হাতিরঝিল কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দাবি করেছে।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
এজেডএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।